Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইছাপুরা ইউপির সকল প্রতিষ্টানে বিনা মূল্যে সরকার বই বিতরন করে........
Details

ইছাপুরা ইউপির সকল প্রতিষ্টানে বিনা মূল্যে সরকার বই বিতরন করে।ইছাপুরা ইউপি চেয়ারম্যান জনাব হাজী আক্তার হোসেন বই বিতরন এর উদ্বোধন করে।এ সময় সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন উপস্তিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জনাব হাজী আক্তার হোসেন এ সময় বক্তিতা রাখেন তিনি। তিনি তার বক্তবে বলেন সরকার দেশের শিক্ষার মান বৃদ্দির জন্য সকল শিক্ষা  প্রতিষ্টানে বিনা মূল্যে  বই বিতরন করছে।তিনি এ সময়  আগামীতে শীশু শ্রেনী হইতে উচ্চ শিক্ষা পর্যন্ত যাথে বিনা মূল্যে বই করতে পারে এর জন্য সকলের  কাছে বর্তমান সরকার এর মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য  দোয়া কামনা করেন।

Images
Attachments